Saturday, January 25, 2014

আসুন পরিচিত হই স্মার্টফোনের ৫টি গুরুপ্তপূর্ণ ফিচারের সাথে

আচ্ছা চিন্তা করুন তো আপনার হাতের স্মার্ট ফোনটি ছাড়া একটি ঘন্টা! জানি পারবেন না । কেন পারবেন না? কারন আমাদের প্রতিটি দিনের প্রত্যেক ঘন্টাই কাটাই স্মার্ট ফোনের সাথে । খুবই দ্রুত আমরা স্মার্ট ফোনের উপড় নির্ভরশীল হয়ে উঠছি । তাই আজকে এই সম্পার্ট ফোনের ৫টি ফিচার/সুবিধার সাথে পরিচিত হব । তার আগে বলে নিই আমাকে ফেসবুকে পাবেন তো চলুন শুরু করি স্মার্টফোনের ৫ ফিচার ১ / স্ক্রিনশট নেওয়া : আপনার বন্ধু হয়তো আপনাকে একটি মজার মেসেজ পাঠিয়েছে। আপনি মেসেজটি আপনার অন্য বন্ধুদের মাঝে শেয়ার করতে চান। এক্ষেত্রে আইফোন হলে হোম বাটনসহ স্লিপ বাটন একসঙ্গে চেপে ধরুন। আপনি একটি শাটার ক্লিকের মতো শব্দ শুনতে পাবেন এবং আপনার স্ক্রিনশটটি আপনার ফোনের স্ক্রিনে প্রদর্শিত হবে বা নির্দিষ্ট জায়গায় সেভ হবে। আন্ড্রয়েড হলে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একই সঙ্গে চেপে ধরুন। আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি ফোনের গ্যালারি অপশনে সংরক্ষিত হবে। ২ / ফোন হারিয়ে গেলে বা চুরি হলে : প্রতিটি স্মার্টফোনেই নিরাপত্তা সংকেত ব্যবহার করে ফোন লক করে রাখা যায়। নিরাপত্তা সংকেতটি অবশ্যই সহজ না হয়ে কঠিন হওয়া উচিত। মাঝে মধ্যে এই সংকেত বদলানো উচিত। তাহলে অনাকাঙ্ক্ষিত কেউ আপনার ফোনে ঢুকতে পারবে না। এমনকি ফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলেও তথ্য থাকবে সুরক্ষিত। এ ছাড়া বেশকিছু অ্যাপস আছে যেগুলো আপনার ফোন হারিয়ে গেলে রিমোট কন্ট্রোলের মতো দূর থেকেই লক করতে পারবেন এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম দ্বারা খুঁজে বের করতে পারবেন। অবস্থান গোপন রাখা : বর্তমান স্মার্টফোনগুলো থেকে ইন্টারনেটে কোনো তথ্য বা ছবি আপলোড করলে জিপিএস ট্র্যাকিং সিস্টেম দ্বারা জানা সম্ভব যে কোন জায়গা থেকে তা আপলোড করা হয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে আপনি আপনার অবস্থান গোপন রাখতে পারবেন। এজন্য আইফোন হলে সেটিংস থেকে প্রাইভেসি লোকেশন সার্ভিস অপশনটি বন্ধ করতে হবে, অ্যান্ড্রয়েড হলে সেটিংস থেকে প্রাইভেসি লোকেশনে গিয়ে জিপিএস অপশনটি বন্ধ করতে হবে আর উইন্ডোজ ফোন হলে সেটিংস থেকে লোকেশন অপশনটি বন্ধ করলেই হবে। অটো অডিও রেকর্ড : আইফোনের এই অপশন দ্বারা আপনি ৫ মিনিট আগে ফোনে কথা বলা থেকে শুরু করে সব রেকর্ড করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে রেকর্ড করতে ভুলে গেলেও সমস্যায় পড়তে হবে না। পানিতে পড়ে গেলে করণীয় : ফোনটি পানিতে পড়ে গেলে কোনোভাবেই ফোনটির পাওয়ার বাটন অন করবেন না। এতে ফোনটি সম্পূর্ণ জ্বলে যেতে পারে। এরপর একটি শুষ্ক মাইক্রোফাইবার জাতীয় কাপড় দিয়ে মুছুন এবং ব্যাটারি খুলে ফেলুন। এরপর একটি ব্যাগে চালভর্তি করে তার মাঝখানে ফোনটি রাখুন। এতে চাল আপনার ডিভাইস থেকে আর্দ্রতা শুষে নেবে। আর কোনোভাবেই আর্দ্রতা শুকাতে চুলা বা আগুনের ওপর ফোনটি ধরবেন না। চালভর্তি ব্যাগে ১ দিন রেখে পরদিন বের করে আনুন। ব্যাটারিটি যথাস্থানে বসিয়ে স্মার্টফোনটি চালু করুন। দেখবেন, আপনার ফোনটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে! আর চালু না হলে হয়তো আপনাকে নতুন ফোনই কিনতে হবে। সবাইকে ধন্যবাদ । কেমন লাগল জানাবেন ।

No comments:

Post a Comment