Tuesday, January 21, 2014

গুগল ট্রান্সলেটরের সাহয্যে অনুবাদ করুন সহজেই । ১ মিনিটে বিশ্বের ৭২ টি ভাষায় দক্ষতা অর্জন করুন

আপনি কি হিন্দি বুঝতে পারছেন না ? আপনি কি জার্মান, ফার্সি, রুশ ভাষা পড়তে পারছেন না ? আপনি কি আরবি ভাষী কোন বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছেন না ? আপনি কি আরবি উচ্চারন করতে পারছেন না ? আপনি কি বিদেশি কোন ভাষা নিয়ে সমস্যায় পরেছেন ? আপনি কি বিনা পরিশ্রমে এবং সহজেই বিশ্বের সকল ভাষায় দক্ষতা অর্জন করতে চান ? হাঁ তাহলে আমি বলবো আপনি সঠিক নিবন্ধটি পড়ছেন । এই নিবন্ধটি ভালভাবে পড়ুন আপনি নিমেষেই বিশ্বের ৭২ টি ভাষায় দক্ষতা অর্জন করবেন এজন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না । গুগল ট্রান্সলেটর কি ? গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের একটা অনলাইন টুলস, যা দিয়ে আমরা সহজেই এক ভাষার লেখাকে অন্য ভাষায় রুপান্তর করতে পারি। গুগল ব্যাবহার করে SYSTRAN নির্ভর ট্রান্সলেটর যা বাবেল ফিস, এওএল, ইয়াহু ব্যাবহার করে থাকে । গুগল বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য বিশ্বের সকল ভাষার উপরে দক্ষতা বৃদ্ধির প্রেক্ষিতেই এই অনলাইন টুলস তৈরি করেছে যার মাধ্যমে গুগল বিশ্বের সকল ভাষার উপরে দক্ষ হয়ে উঠছে পাশাপাশি গুগল ব্যাবহারকারিরা এই টুলস ব্যাবহার করছে ফলে গুগলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । এটি শুধু এক ভাষার বাক্যের প্রত্যেক শব্দকে অনুবাদ করে এর নিজের আয়ত্বে থাকা কিছু বাক্যের সাথে মিলিয়ে আপনাকে একটা করে বাক্য সাজিয়ে দেয়। বাংলা ভাষা কি সমর্থন করে ? গত বছর গুগল ট্রান্সলেট টুলস এ বাংলা ভাষা যুক্ত হয় ফলে বাংলা ভাষাভাষী ব্যাক্তিরা সহজেই বাংলা ভাষাকে বিশ্বের ৭২ টি ভাষায় সয়ঙ্ক্রিয়ভাবে ট্রান্সলেট করতে পারছে । আপনি এখান থেকে, সহজেই বাংলা ভাষাকে হিন্দি, চায়না, স্পেন, পর্তুগীজ ইত্যাদি ভাষায় রূপান্তর করতে পারবেন। অথবা সহজেই অন্য ভাষাকে বাংলায় রুপান্তর করতে পারবেন । কিভাবে ভাষাকে ট্রান্সলেট/অনুবাদ করা যায় ? যেকোনো ভাষাকে ট্রান্সলেট বা অনুবাদ করার জন্য গুগলের ট্রান্সলেট টুলসটি ওপেন করুন এখান থেকে অতঃপর প্রদর্শিত ফাঁকা ঘরে কিছু লিখুন এবং উপরে ট্রান্সলেট মেনু থেকে ভাষা নির্বাচন করুন এবং অনুবাদ বাটনে ক্লিক করুন ব্যাস সহজেই আপনি পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন । আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে ? ঠিক আছে আপনার বোঝার সুবিধার জন্য নিম্নে স্ক্রিনশটের মাধ্যমে ক্রমিক নং অনুসারে বিষয়টি উপস্থাপন করা হলঃ- গুগল অনুবাদ ১, প্রথমে গুগল ট্রান্সলেটরে যান এখান থেকে । ২, এখানে যে বাক্যটি বা প্যারাটি ট্রান্সলেট করতে হবে তা লিখুন। ৩, আপনি কোন ভাষা থেকে ট্রান্সলেট করবেন তা দেখিয়ে দিন। ২ নম্বর ঘরে গুগলের তালিকাভুক্ত যেকোনো ভাষা পেস্ট করলে বা লিখলে কিছুক্ষন পরে সয়ঙ্ক্রিয়ভাবে ডিটেক্ট করতে পারে এটি কোন ভাষা অথবা আপনার জানা থাকলে তা নির্বাচন করে দিতে পারেন । ৪, এবার চার নম্বর ঘরে আপনি কোন ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ করবেন তা দেখিয়ে দিন। যেমনঃ আপনি যদি বাংলা ভাষায় অনুবাদ করতে চান তবে বাংলা নির্বাচন করুন । ৫, পাচ নম্বর বাটনটি হচ্ছে অনুবাদের বাটন এখানে ক্লিক করলে আপনার লেখাটি ট্রান্সলেট বা অনুবাদ হবে এবং তা ৬ নং বাক্সে দেখাবে। ৬, এখানে ট্রান্সলেট করা লেখা দেখা যাবে। ভাষাটি আপনার পড়তে অসুবিধা হচ্ছে ? আপনি যদি চায়না বুঝতে না পারেন তবে স্বভাবতই তা পড়তে পারবেন না এক্ষেত্রে এই ট্রান্সলেটর আপনাকে পড়ে শুনিয়ে দিবে এর উচ্চারন কি । যেমন আপনার ভাষাটিকে কপি করে বক্সে পেস্ট করে দিন অতঃপর বক্সের নিচের দিকে একটি স্পীকারের আইকন লক্ষ্য করুন সেখানে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার কম্পিউটার সহজেই আপনার ভাষাটি পড়ে শুনাচ্ছে। গুগল ট্রান্সলেটর কি মোবাইলে ব্যাবহার করা যায় ? হা অবশ্যই । আপনি সহজেই গুগল ট্রান্সলেটর টুলসটি আপনার মোবাইলে ব্যাবহার করতে পারবেন । এজন্য আপনার ব্রাউজার থেকে ভিজিট করে ঠিক একইরকম ভাবে এটি কাজ করবে । বর্তমানে এন্ড্রয়েড এবং আইফোন ব্যাবহারকারিদের জন্য গুগল ট্রান্সলেটর এর বিশেষ এপ্লিকেশন নির্মাণ করা হয়েছে আপনার মোবাইল যদি এই অপারেটিং সিস্টেম সমর্থন করে তবে আপনি সহজেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । এন্ড্রয়েড ব্যাবহারকারিরা প্রথমে গুগল প্লেস্টোরে প্রবেশ করে গুগল ট্রান্সলেটর নামে এপস অনুসন্ধান করুন অতঃপর ডাউনলোড করুন ঠিক একইভাবে আইফোনের এপস্টোরে অনুসন্ধান করে আপনি গুগল ট্রান্সলেটর ডাউনলোড করে নিতে পারেন । সংশোধনঃ এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তনের সময় বেশ কিছু ত্রুটি দেখা যেতে পারে এক্ষেত্রে নিজে নিজেও ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। ভুল শব্দটির উপর কার্সর নিলেই সেটি হলুদ রং দিয়ে হাইলাইট হয়ে য়াবে। তখন সেটা ক্লিক করে শুদ্ধ শব্দটি যোগ করে দিতে পারেন। কি হোল অপেক্ষা করছেন কেন এক্ষুণি ট্রান্সলেট করতে এই লিংকটিতে ক্লিক করুন আর উপভোগ করুন। বিশেষ দ্রষ্টব্যঃ এটির মাধ্যমে গ্রামাটিক্যাল বিষয়গুলো ভালভাবে ধরা পড়বে না । কারন এটি প্রতিটি ভাষার জন্য ব্যাতিক্রম হয়ে থাকে । টুলসটি প্রতিনিয়ত আপডেট হয় তাই আগামীতে নিশ্চয়ই উন্নত হবে । এর মাধ্যমে পুরো বিষয়টি উঠে না আসলেও আপনি শব্দক্রম অনুসারে লিখার অর্থ স্পষ্ট বুঝতে পারবেন যা আপনার কাছে সহজেই বোধগম্য হবে । পরিশেষে, নিবন্ধটি ভালো লাগলে অথবা তথ্য সম্ব্রিদ্ধ মনে হলে সামাজিক সাইটে শেয়ার করুন এতে আপনার বন্ধুরা উপকৃত হবে । আশা করছি আপনি ভাষাগত দিক থেকে আগামীতে আর কোন সমস্যায় পরবেন না । কারন এখন বিশ্বের ৭২ টি ভাষা থাকছে আপনার নখদর্পণে । দেখি আপনি কতটুকু শিখলেন ? নিচের চায়না ভাষাকে বাংলায় রুপান্তর করে মন্তব্যের ঘরে বলুন তো কি লেখা রয়েছে । 親愛的讀者,我愛你 সার্চ ইঞ্জিন থেকে আগত কিওয়ার্ড সমুহঃ আমি পারবনা এর ইংরেজি অনুবাদ গুগল ট্রান্সলেটর বংলা থেকে ইংরেজিতে রুপান্তর করতে চাই ভাষা রুপান্তর লেখকের নামঃ শাহ্‌ সুলতান রনি শাহ্‌ সুলতান রনি, বন্ধু সমাজে রনি নামেই বেশি পরিচিত। লিখা লিখির বয়স প্রায় ১০ বছর । পছন্দের বিষয় তথ্যপ্রযুক্তি । বর্তমানে ৩২ টি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট পরিচালনা করছি । বাংলাদেশের সর্বাধিক তথ্যবহুল ব্লগ "বাংলাহিলি.কম" সহ বেশ কয়েকটি ব্লগ পরিচালনা করছি এছারাও আইএসএআই নামক রোবট নিয়ে গবেষণা করছি। সামাজিক সাইটে আমার সাথে যুক্ত থাতে পারেন ফেসবুক , টুইটার অথবা গুগল প্লাসে এর মাধ্যমে। ট্যাগসমুহঃ অনুবাদ, গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর কি, বাংলা অনুবাদ

No comments:

Post a Comment