Sunday, January 12, 2014

Google Chrome App সম্বন্ধে কিছু কথা

Chrome App কি?:
আমরা অনেকেই জানি Google এর Chrome নামে একটি ওয়েব ব্রাউজার রয়েছে, যা পৃথিবীর দ্রুততম ব্রাউজার হিসেবে খ্যাত। এই ব্রাউজারের উপর ভিত্তি করে, সম্প্রতি Google তাদের নিজস্ব পিসি বানিয়েছে HP’র সাথে, যার নাম ‘Chromebook’. চরম ফাস্ট এই Chromebook, সেকেন্ডের মধ্যে স্টার্ট নেয়। এই Chromebook এর জন্য Google তৈরি করেছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘Chrome OS’.  এই Chrome OS  এর জন্য হাজার হাজার অ্যাপ আছে। এবার আসল কথায় আসি। Windows, Linux বা Mac, যেই অপারেটিং সিস্টেমই হোক না কেন, যেসমস্ত পিসিতে Chrome Browser আছে, সেইরকম সব পিসিতেই এই Chrome App চালানো যায়।

Chrome App এর সুবিধাসমুহ:
1. Fast
2. ফাইলের সাইজ কম।
3. ভাইরাসের কোনো চান্সই নেই।
4. ব্যাবহার করা সহজ।
5. Nice interface
6. নিজস্ব ওয়েব স্টোর

Chrome App চালাতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে

অন্যান্য:
1. Chrome App এর ফাইল এক্সটেনশন .crx
2. Chrome App Launcher



পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ, আশা করি উপকৃত হবেন।

No comments:

Post a Comment