Wednesday, April 2, 2014

তৈরী করুন ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্স

কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে এন্টিভাইরাসের পাশাপাশি রেসকিউ ডিক্স বেশ কাজে দেয়। যখন একটি অ্যান্টিভাইরাস অথবা গোটা অপারেটিং সিস্টেমই চালু না হয়, তখন ভাইরাস স্ক্যান করতে শরণাপন্ন হতে হয় Rescue Disk এর। প্রায় সকল এন্টিভাইরাসেরই রেসকিউ ডিক্স পাওয়া যায়। জনপ্রিয় এন্টিভাইরাস ক্যাসপারস্কি’র রেসকিউ (আপডেটেড) ডিক্সের আইএসও ফাইল অনলাইনে পাওয়া যায়। ক্যাসপারস্কি’র রেসকিউ ডিক্সের আইএসও ফাইল এখান থেকে ডাউনলোড করে সিডি/ডিভিডিতে রাইট করে ব্যবহার করতে পারবেন।

আইএসও ফাইল রাইট করুন বার্নসিডিসিসি দ্বারা

অনেকেই আইএসও (ISO) ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট বা বার্ন করতে পারে না। সাধারণত বেশীভাগ ব্যবহারকারীই সিডি/ডিভিডিতে রাইট করতে নিরো ব্যবহার করে থাকে। তবে নিরো ছাড়াও বিভিন্ন বার্নিং সফটওয়্যার দ্বারাও সিডি/ডিভিডি রাইট করা যায়। এর মধ্যে বার্নসিডিসিসি দ্বারা সহজেই সিডি/ডিভিডিতে আইএসও ইমেজ ফাইল রাইট করা যায়। এজন্য BurnCDCC সফটওয়্যারটি চালু করুন এবং Browse বাটনে ক্লিক করে আইএসও (ISO) ইমেজ ফাইলটি নির্বাচন করুন। এখন ডিভাইস এবং স্পিড নির্বাচন করে Start বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে সিডি/ডিভিডিতে রাইট সম্পন্ন হবে।
মাত্র ১৪৪ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করা যাবে।

Thursday, March 13, 2014

প্যাটের্ন লক বাইপাস করুন খুব সহজে

বর্তমানে নতুন এন্ড্রয়েড ব্যাবহারকারীদের একটি কমন সমস্যা হচ্ছে তার মোবাইটি প্যাটার্ন লক হয়ে যায় এবং সেটি আর সে আনলক করতে পারে না। তখন তাতাকে বাধ্যতামূলক দোকানে গিয়া টাকা দিয়ে সেই লক খুলতে হয়। তবে খুব সহজ কিছু পদ্ধতিতে এই লক খোলা যায়। আজ তাই আপনারদের দেখাব। প্রধানত দুইটি পদ্ধতিতে এই প্যাটের্ন লক বাইপাস করা যায়
t1 প্যাটের্ন লক বাইপাস করুন খুব সহজে
প্রথম পদ্ধতি : এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পদ্বতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
t2 প্যাটের্ন লক বাইপাস করুন খুব সহজে
দ্বিতীয় পদ্ধতি :  অনেক সময় দেখা যায় যে আপনার ইন্টারনেট কানেকশন থাকে না। তখন আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন… এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…
১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button
উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।
t3 প্যাটের্ন লক বাইপাস করুন খুব সহজে
আর এইভাবেই আপনি প্যাটের্ন লক বাইপাস করতে পারবেন।